কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষেও অকাল বর্ষণ। কলকাতার (Kolkata) পাশাপাশি বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এরই মধ্যে আজ কলকাতায় প্রায় এক ডিগ্রি নামল পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনের সময় থেকে কলকাতায় উধাও শীতের কনকনানি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Alipore Meteorological Office), পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বেড়েছে তাপমাত্রা। বাধা কাটলেই ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফিরবে শীতের (Winter) আমেজ।
কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তেও। তবে ডিসেম্বরের চেনা ছবি উধাও শহরে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | আকাশ কী বলছে | |
৩০-Dec | ১৬.৬ | ২৬.0 | মূলত পরিষ্কার আকাশ | |
৩১-Dec | ১৫.0 | ২৬.0 | মূলত পরিষ্কার আকাশ | |
০১-Jan | ১৫.0 | ২৪.0 | মূলত পরিষ্কার আকাশ | |
০২-Jan | ১৫.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
শীত মানেই কনকনে হাওয়া, লেপ জড়িয়ে গরম ধোঁয়া ওঠা কাপে চুমুক। কিন্তু সেই আবহাওয়া এখন খামখেয়ালি। মঙ্গলবার, কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Bankura Weather: হিমেল হাওয়ায় শীতের পরশ, ফের নিম্নমুখী তাপমাত্রা বাঁকুড়ায়