কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দিনভর মেঘলা আকাশ। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে পূর্বে সরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে।
এছাড়া, উত্তরে রাজস্থান এবং দক্ষিণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া, শুক্রবার নাগাদ পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।


তার জেরে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে, দার্জিলিং, কালিম্পঙে ধসের আশঙ্কা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরের কিছু অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই দুই জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 


নর্থ বেঙ্গলের ৫ জেলায় ২৭ তারিখ পর্যন্ত হেভি বৃষ্টি হবে। মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে। ২৮ তারিখ থেকে কমতে শুরু করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুত্‍সহ হালকা থেকে মাঝারি পরিমান বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে।


উল্লেখ্য, তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় হলুদ সংকেত জারি করল সেচ দফতর। পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ২৫২৪ কিউমেক জল ছাড়া হয়েছে এখনও পর্যন্ত। আর এতে জেলার বিভিন্ন ছোটো নদীগুলোতে জল বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগে সতর্ক করা হল।