অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রাজ্যজুড়ে। নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এই দুদিন কলকাতাতেও কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে।                                        

উত্তরবঙ্গের আবহাওয়া:
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।  বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়।


বর্ষা বিদায় রেখা অনুপগড় বিকানির যোধপুর ভুজ ও দ্বারকার উপর দিয়ে বিস্তৃত। দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ুর বিদায়। নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার বিদায় পর্ব। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম রাজস্থানের বাকি অংশ পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mamata Banerjee: 'বেলাইনে বিশ্বরেকর্ড, কোথায় রেলমন্ত্রী?' মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন মমতার