কলকাতা: একটা সময় তাঁর নেতৃত্বেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল যুবরাজ সিংহের (Yuvraj Singh)। প্রিয় যুবির শরীরে যখন ক্যানসার বাসা বাঁধার খবর পেয়েছিলেন, মুষড়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


যদিও সকলের আশঙ্কা দূর করে মারণরোগকে পরাস্ত করেন যুবরাজ। সদর্পে ফেরেন ক্রিকেট মাঠেও। যে কাহিনি ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে।


সতীর্থ যুবরাজের জীবনই সৌরভকে শিখিয়েছে, সঠিক সময়ে চিকিৎসা করানো হলে ক্যানসারকেও স্টেপ আউট করে মাঠে বাইরে ফেলা যায়। পাওয়া যায় নতুন জীবন।


কিন্তু যাঁদের ক্যানসারের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই? যাঁরা অর্থের অভাবে মারণব্যধির সঙ্গে লড়াইয়ের শুরুতেই পিছিয়ে পড়েন?


তাঁদের জন্য এবার উদ্যোগী হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ইন্ডিয়ান ক্যানসার সোশ্যাইটির (Indian Cancer Society) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সৌরভ। বাংলার দুঃস্থ ক্যানসার রোগীরা যাতে নিখরচায় ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, সেই বন্দোবস্ত করবেন কিংবদন্তি ক্রিকেটার।  


মানবিক এই উদ্যোগ নিয়ে এবিপি আনন্দকে সৌরভ বললেন, 'ক্রিকেটের মাঠে হোক বা মাঠের বাইরে, স্বাস্থ্য ভাল থাকাটা খুব জরুরি। ফিট থাকাটা গুরুত্বপূর্ণ। নিজে এবং পরিবারের প্রিয়জনেরা সুস্থ থাকলে তবেই সকলে আনন্দ পান। মন ভাল থাকে। সকলের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।'


জানা গেল, দারিদ্রের অভিশাপে ক্যানসারের চিকিৎসা করাতে পারছেন না যাঁরা, সৌরভের দ্বারস্থ হলে ইন্ডিয়ান ক্যানসার সোশ্যাইটির মাধ্যমে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করবেন তিনি। পাশাপাশি চলবে ক্যানসার নিয়ে সচেতনার বার্তাও। সৌরভ নিজে ক্যানসার সচেতনতা তৈরিতে প্রচার করবেন।


কিংবদন্তি ক্রিকেটারের কথায়, 'চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলেন, মুখ, স্তন ও জরায়ুর ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা করা সম্ভব। সেই কথাই সকলকে বলা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্যকর জীবন যাপন করা, নিয়মিত ব্যায়াম করা। তামাক সেবন ও ধূমপানের মতো বদভ্যাস থেকে দূরে থাকতে হবে।'



ক্যানসার মানেই শেষ নয়। বরং এক নতুন শুরু। চোয়াল শক্ত করে লড়াই চালালে ক্যানসারকে পরাজিত করাও সম্ভব, বিশ্বাস করেন সৌরভ। যুবরাজ, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, মণীষা কৈরালাদের ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কাহিনি সৌরভকেও উদ্বুদ্ধ করে। তাই ইতিবাচক বার্তা নিয়ে হাজির হচ্ছেন সৌরভ। ক্যানসার আক্রান্তদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর তিনি।


অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছিলেন। এবার ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধেও নেতৃত্ব দিতে কোমর বাঁধছেন দাদা।


আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।