ঝিলম করঞ্জাই, কলকাতা: কালও ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় (Weather Update)। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৪ মে দুই বঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস।
এখনই নেই মুক্তি: দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী তুলনায় আরও বেশি বৃষ্টি হতে পারে। আগামীকালও একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কাল বৃষ্টির পরিমাণ কমলেও দুই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড় বৃষ্টি হবে। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবারর থেকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আগামী ৬ দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে অস্বস্তিকর গরম বাড়বে। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।
আগামী সাত দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
12-May | 23.0 | 32.0 | Rain or Thundershowers with strong gusty winds | |
13-May | 24.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
14-May | 26.0 | 34.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
15-May | 27.0 | 35.0 | Partly cloudy sky | |
16-May | 28.0 | 35.0 | Partly cloudy sky | |
17-May | 28.0 | 36.0 | Partly cloudy sky | |
18-May | 28.0 | 37.0 | Partly cloudy sky |
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আগামী ২ দিন কলকাতাতেও (Kolkata Weather Update) ঝড় বৃষ্টি চলবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। ৫০-৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না' বাংলায় এসে হুঙ্কার মোদির