অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারাল নিম্নচাপ। পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে নিম্নচাপের প্রভাব। আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভোরে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং ছত্তীসগঢ়ে। মৌসুমী অক্ষরেখা জম্মু চন্ডিগড় শাহজাহানপুর গোরখপুর পাটনা রাঁচির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়াআজ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভিজবে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া আজ শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতার আবহাওয়াআজ মূলত মেঘলা আকাশ। গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭৫.৪ মিলিমিটার।