কলকাতা : দুর্যোগ থামার নামগন্ধ নেই। এদিকে জমা জল, রাস্তার খানাখন্দে ওষ্ঠাগত প্রাণ। টানা কয়েকদিনের বৃষ্টিতে অনেকেই এখন বিরক্ত। কবে রোদ উঠবে ঝলমলিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, বর্তমানে  উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশে তৈরি হয়েছে নিম্নচাপ। আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে ২৬ জুলাই সারা বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে মহারাষ্ট্র এবং ছত্তীসগড়েও রয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ।  মহারাষ্ট্র, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এবং গোয়ার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা ।  আইএমডি এক্স-র এক পোস্টে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিম-বঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি গত ৬ ঘন্টা ধরে ১৫ কিমি/ঘণ্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। 

আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়ার আপডেট বলছে, আজ, শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, সৌর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা) বইবে। সেই সঙ্গে  বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । শনিবার  দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। রবিবারও  দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।

আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস 

সোমবারও দুর্যোগ থেকে রেহাই মিলছে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি।  দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।  দক্ষিণবঙ্গের বীরভূম,মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। 

বাজ পড়া থেকে সতর্কতা আবহাওয়া দফতর সকলকে সতর্ক করেছে, যেন এই দুর্যোগের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলেন সকলে। সেই সঙ্গে  বাজ পড়ার সময় জলাশয়ে না নামাই ভাল। এড়িয়ে যাওয়া দরকার জমা জলে পা দিয়ে হাঁটাও।