কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। এর মধ্যেই কলকাতায় (Kolkata) ঊর্ধ্বমুখী হল পারদ। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। জানুয়ারির শেষেই কি উধাও হবে শীত? তেমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Forecast)।
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে। মাঘের শুরুতেই বঙ্গে বৃ্ষ্টি। মকর সংক্রান্তির সময় থেকেই একটু একটু করে পিছু হঠেছে শীত। গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদর সরিয়ে দেরিতে মুখ দেখাচ্ছে সূর্য। এর মধ্যেই ঊর্ধ্বমুখী হল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
18-Jan | 16.0 | 26.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
19-Jan | 16.0 | 25.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
20-Jan | 16.0 | 25.0 | Mainly Clear sky | |
21-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | |
22-Jan | 17.0 | 27.0 | Mainly Clear sky | |
23-Jan | 17.0 | 28.0 | Mainly Clear sky |
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের পর তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন: North 24 Parganas Weather: কুয়াশার চাদরে ঢাকা সূর্য, ফের পারদ চড়ল উত্তর ২৪ পরগনায়