সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Prediction)। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


জুলাইয়ের শেষ, শ্রাবণের প্রথম সপ্তাহ পার। অবশেষে কি মুখ তুলে তাকাল বৃষ্টি ? সপ্তাহের শুরুতে সকাল থেকেই আকাশ মেঘলা। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ সপ্তাহে বৃষ্টি বাড়বে রাজ্যে।


কোন জেলায় কেমন বৃষ্টির পূর্বাভাস


আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অক্ষরেখার অবস্থানের সুবাদেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আধিক্যের সম্ভাবনা।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা কম হবে। বুধবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।


তবে এই বৃষ্টিতে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটবে না বলে আবহাওয়া দফতর সূত্রে দাবি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। অন্যদিকে, দক্ষিণবঙ্গে এই সময়ে বৃষ্টি ঘাটতির পরিমাণ ছিল ৪৫ শতাংশ।


আরও পড়ুন- বাড়ছে বৃষ্টির ঘাটতি, নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের


দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।