কলকাতাঃ শহরে কোথায় মেঘ-ভাঙা বৃষ্টি, কোথাও তারই পাশে উঠেছে রোদ। তবে আজও তার খুব একটা বদল নেই। এদিনও তেমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  ( Weather Office) শনিবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা (Partly Cloudy)। এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দুই-এক পশলা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন,সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা : শুভেন্দু অধিকারী


উপকূল এলাকায়ও ভারী বৃষ্টির  শুরু হয়েছে


প্রসঙ্গত, গত কয়েকদিন একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার জেরা চাষের উপরেও প্রভাব ফেলেছে। তবে গতকাল সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নেমেছে। এবং  বুধবারেও কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। তবে একটানা বৃষ্টিহীনতায় আমন আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। যদিও পট কিছুটা হলেও বদলেছে জুন মাসের পর। বর্ষা দেরি করে ঢুকলেও হাঁসফাঁস অবস্থা কিছু হলেও কমেছে। জুলাইয়ের শুরু থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এরমধ্যে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা উপকূল এলাকায়ও ভারী বৃষ্টির  শুরু হয়েছে। তারই প্রভাব পড়েছে পর্যটনেও। দিঘায় নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির জল এবং ড্রেনের জল ছাপিয়ে হোটেলের ভিতরে ঢুকছে। পরিস্থিতি এমনই জায়াগায় পৌঁছেছে যে, পর্যটকদের হোটেলের নিচতলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ১৮ জুলাইয়ের মধ্যে তাপমাত্রা বজায় থাকবে। তবে এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই মুহূর্তে আদ্রতাই মূলত খলনায়কের কাজ করছে। কমবেশি বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাস্পের তারতম্যের জন্য গুমোট ভাব কমছে না। পাশাপাশি লীনতাপ মিলিয়ে যাওয়ার সুযোগ কমছে।আকাশ পুরোপুরি পরিষ্কার না হওয়ায় তাপ প্রতিফলিত হয়ে ফের ভূমিতলে ফিরে আসছে।