কলকাতা: দরজায় কড়া নাড়ছে বহু প্রতীক্ষিত সপ্তাহের ছুটির দুই দিন। বৃষ্টির মরসুমে অনেকেরই ইচ্ছা করে, বাস্তবকে দূরে সরিয়ে রেখে ছায়াছবির জগতে ডুব দিতে। আর সেই সুযোগ তো হাতের কাছে এনে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। এই সপ্তাহান্তে দেখে নিতে পারেন কোন কোন ছবি আর ওয়েব সিরিজ? হদিশ দিচ্ছে এবিপি লাইভ
জনহিত মে জারি
ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে নুসরত ভারুচা (Nusrat Bharucha) অভিনীত 'জনহিত মে জারি' ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বড়পর্দায়। আর এই শুক্রবার থেকে জি ফাইভে (Zee 5) দেখা যাচ্ছে এই ছবিটি। সপ্তাহান্তে দেখে নিতে পারেন একেবারে অন্য স্বাদের এই ছবিটি।
সুরবীর
সদ্য মুক্তি পেয়েছে সুরবীর (Surveer)-এর স্টেলার। ভারতীয় সেনাদের ওপর তৈরি এই ছবি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)। একজন সৈনিকের জীবনের বিভিন্ন চ্য়ালেঞ্জ, প্রশিক্ষণের বিভিন্ন কঠিন মুহূর্তকে তুলে ধরা হবে এই সিরিজে।
যাদুঘর
১৫ জুলাই অর্থাৎ শুক্রবারই নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে 'যাদুঘর' সিরিজটি। ফুটবল না ম্যাজিক, এই দুয়ের টানাপোড়েনে যেখন বিপর্যস্ত নায়ক, তখনই তার জীবনে আসে প্রেম। তারপর? সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), আরুশি শর্মা ও জাভেদ জাভরি।
কলকাতার হ্যারি
পিছিয়ে নেই বাংলা ছবির। এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সোহম চক্রবর্তী ও প্রিয়ঙ্কা সরকার অভিনীত কলকাতার হ্যারি (Kolkatar Harry) ছবিটি। আর এবার জি ফাইভে (Zee 5) দেখা যাবে সেই ছবিটি। ম্যাজিক ঘেরা এই ছোটদের গল্পে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও।