কলকাতা: গরম থেকে স্বস্তি। পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাংশ ভিজল বৃষ্টিতে। পুরুলিয়ায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আসানসোলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টি (Rain Update) শুরু বাঁকুড়াতেও। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, আজ থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। কোথাও কোথাও শিলাবৃষ্টি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
একনজরে কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া -
তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | আবহাওয়া | |
2 May | ২৮.০ | ৩৩.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
3 May | ২৮.০ | ৩২.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
4 May | ২৭.০ | ৩২.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
5 May | ২৭.০ | ৩৩.০ | মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে | |
6 May | ২৭.০ | ৩৪.০ | পরিষ্কার আকাশ | |
7 May | ২৭.০ | ৩৪.০ | পরিষ্কার আকাশ |
হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: CPIM: পাখির চোখ পঞ্চায়েত, দুই সরকারের ব্যর্থতা তুলে জনসংযোগে উদ্যোগী সিপিএম