সঞ্চয়ন মিত্র, রানা দাস ও পরিতোষ দাস, কলকাতা: আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে (North Bengal) ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গেও (South Bengal) থাকবে কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong)। বৃহস্পতিবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। জানাল আলিপুর আবহাওয়া (Alipur Weather Office) দফতর। 


শীতের আমেজের মধ্যে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। 


বুধবার কলকাতায় আরও নেমেছে পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 


তাপমাত্রা নেমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। শীতের কনকনানি উত্তরবঙ্গে। তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাচঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। দক্ষিণবঙ্গেও থাকবে কুয়াশার দাপট।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে রাজ্যের। অন্যদিকে, এদিনও ভোর থেকে জেলায় জেলায় ছিল কুয়াশার দাপট। বর্ধমান থেকে বীরভূম - সব জায়গায় ছিল এক ছবি।  


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট (এই তথ্যের মেয়াদ ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫২ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ।


পূর্ব মেদিনীপুর


সেখানে আজ আবহাওয়া সম্পর্কে কোনও সতর্কবার্তা নেই। জেলায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার পূর্বাভাস।


আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.০৯  টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.১৮ টায়।


বছরের শুরুতে শীতের দাপট অব্যাহত। কলকাতায় আরও নামল পারদ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। শীতের কনকনানি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।