কলকাতা : পুজোর আর বাকি মাত্র ১০ দিন। গত ২ বছরের করোনা কাঁটা সরিয়ে আগমনীর সুরে মেতেছে শহর। চলছে শেষ মুহূর্তের কেনাকাটি। এবার পুজো অন্য বছরের থেকে একটু এগিয়ে। তাহলে কি বৃষ্টি অসুর হতে পারে এই পুজোতে ? এই চিন্তাই আপাতত কপালে ভাঁজ ফেলেছে। 



আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ । রবিবারের পর উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। বস্তুত দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। 

মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, '' ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি। মাঝিদের ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। '' 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন ?