দার্জিলিং : কনকনিয়ে ঠান্ডা। পড়শি জেলা কালিম্পঙে হয়েছে তুষারপাত। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। ক্রিসমাসের আগে জুবুথুবু শৈলশহর। দার্জিলিঙের ঘুম ভাঙল মেঘে মুখ ঢেকে।  কুয়াশার চাদরে মুড়ি দিয়েই কাটবে দিন। আগামী দু-এক দিনে বৃষ্টিও নামবে পাহাড়ের কোলে।

Darjeeling জেলাতেও জমিয়ে পড়েছে শীত। 

দিন সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ 
তাপমাত্রা
  আকাশের মুখ কেমন থাকবে 
২৩-Dec ৫.0 ১৩.0   আংশিক মেঘলা আকাশ 
২৪-Dec ৫.0 ১৩.0   আংশিক মেঘলা আকাশ 
২৫-Dec ৪.0 ১২.0   মূলত মেঘলা আকাশ , সঙ্গে বৃষ্টি 
২৬-Dec ৪.0 ১২.0   মূলত মেঘলা আকাশ , সঙ্গে বৃষ্টি 
২৭-Dec ৫.0 ১৩.0   সকালে ঘন কুয়াশা, আংশিক মেঘলা আকাশ 
২৪-Dec ৭.0 ১৪.0   আংশিক মেঘলা আকাশ 
২৯-Dec ৭.0 ১৪.0   আংশিক মেঘলা আকাশ 
 



দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার (Darjeeling Weather) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।

বিকেল ৪.৫৮ আজ সূর্যাস্ত (IST)

সকাল ০৬:১৩ আগামীকাল সূর্যোদয় (IST)

কাল  0৯:২২ চন্দ্রাস্ত (IST)

সন্ধে ৮:৩৫ চন্দ্রোদয় (IST)