সঞ্চয়ন মিত্র, কলকাতা : বছর শেষ ও বর্ষবরণে শীতের শিরশিরানি বজায় থাকবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আগেই জানিয়েছিল আবহাওয়া দফতরের। সেই রেশ ধরই তাপমাত্রা বাড়ল শহরে। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ল ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

সর্বোচ্চ তাপমাত্রা : 24.5 ̊C (-1) 

সর্বনিম্ন তাপমাত্রা : 14.8 ̊C (+1)

শুক্রবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 

জবুথবু উত্তর ভারত, বঙ্গে শীতের খামখেয়ালি

হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।                 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
30-Dec 14.0 25.0
Fog/mist in the morning and mainly clear sky later
31-Dec 14.0 25.0
Fog/mist in the morning and mainly clear sky later
01-Jan 15.0 26.0
Mainly Clear sky
02-Jan 16.0 26.0
Mainly Clear sky
03-Jan 16.0 26.0
Fog/mist in the morning and partly cloudy sky later
04-Jan 16.0 26.0
Mainly Clear sky
05-Jan 16.0 27.0
Mainly Clear sky