কলকাতা : শীতের আমেজ বজায় থাকলেও, ফের ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সকালে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ। জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Update) জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। 

https://www.imdkolkata.gov.in/ জানাচ্ছে , 

দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন কাটবে সারাদিন
১-Feb ১৫.0 ২৫.0 সকালে কুয়াশা, পরে আকাশ পরিষ্কার 
২-Feb ১৬.0 ২৫.0

হালকা কুয়াশা

 

 

দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে আজ ও কাল ঘন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। আজ সোমবার ঘন কুয়াশার দাপট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে।

দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ থেকে ৫০ মিটার নেমে আসতে পারে। একইভাবে মঙ্গলবারও ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ঘন্টায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ।