কলকাতা : হঠাতই শহর থেকে শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু মাঘের শেষ বেলায়  কামব্যাক হল শীতের ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। 
ভোটের উত্তাপ আজ চার পুরসভায়। কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় নামল অনেকটাই।  ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল অনেকটাই।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি শহরে। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহশেষের শুরুটা হয় কনকনিয়ে। শীতের আমেজ ফিরল শহরে। শুক্রবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 
আবহাওয়া দফতর বলছে, মাঘের শেষে জমিয়ে ব্যাটিং করবে শীত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ জারি থাকবে । তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।

দিন তাপমাত্রা - Min তাপমাত্রা - Max কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া
12-Feb ১৪.0 ২৫.0  সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ
13-Feb ১৪.0 ২৪.0 মূলত পরিষ্কার আকাশ
14-Feb ১৫.0 ২৫.0 মূলত পরিষ্কার আকাশ
15-Feb ১৬.0 ২৫.0 মূলত পরিষ্কার আকাশ
16-Feb ১৬.0 ২৫.0 মূলত পরিষ্কার আকাশ

অন্যদিকে, নামমাত্র তাপমাত্রা বাড়ল শৈলশহরে। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি থেকে বেড়ে হল ২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ ডিগ্রি।। বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের ৫ জেলাতে, পূর্বাভাস আবহাওয়া দফতরের (Meteorological Centre in Alipore) । অন্যদিকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় সকালে কুয়াশা থাকলেও বেলায় প্রত্যাশা মতো ই কেটেছে।