কলকাতা: শীতের আমেজ অনেকটাই হালকা। পূর্বাভাস অনুসারেই আজ থেকে বাড়বে তাপমাত্রা । ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। একটু একটু করে বাড়তে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
প্রধানত পরিষ্কার। ধোঁয়াশাচ্ছন্ন। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ সেলসিয়াস৷ আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গতকালের থেকে তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি। এরপর ধীরে ধীরে আরও বাড়বে উষ্ণতা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দিন | তাপমাত্রা - Min | তাপমাত্রা - Max | কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া |
---|---|---|---|
14-Feb | ১৫.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
15-Feb | ১৪.0 | ২৭.0 | মূলত পরিষ্কার আকাশ |
16-Feb | ১৫.0 | ২৭.0 | মূলত পরিষ্কার আকাশ |
আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের মতোই রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) এক ডিগ্রি বেড়ে হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। আজ দিনের বেশিরভাগ সময়ই ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা বেজে ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।
বাঁকুড়ায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৪ শতাংশ, ন্যূনতম ২০ শতাংশ।
উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। হাওয়ার গতিবেগ ২ কিলোমিটায়/ঘণ্টা।