কলকাতা : মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের (Winter Update)। আজও ১৩-র ঘরে পারদ। কলকাতার (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office ) জানিয়েছে, আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ক্রমশ তা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। তবে বজায় থাকবে শীতের আমেজ। রবিবার বেশ কিছুটা নামে পারদ। হঠাৎই কাঁপুনি ধরায় কলকাতার শীত। সরস্বতী পুজোর আবহেই ঠান্ডার প্রত্যাবর্তন ঘটে। একধাক্কায় দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সেই ধারাই বজায় রয়েছে এখনও অবধি।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে
দিন | Min | Max | Text |
---|---|---|---|
0৬-Feb | ১৩.0 | ২৪.0 | দিন শুরু কুয়াশা দিয়ে, পরে পরিষ্কার আকাশ |
0৭-Feb | ১৪.0 | ২৩.0 | দিন শুরু কুয়াশা দিয়ে, পরে পরিষ্কার আকাশ |
0৮-Feb | ১৫.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ |
দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে শনিবার। বরফের চাদরে ঢেকেছে টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। বহু বছর পর তুষারপাত হয় কার্শিয়াঙের চিমনি দেওরালিতেও। উত্তর ভারতেও চলছে শৈত্যপ্রবাহ। হিমাচলপ্রদেশ থেকে জম্মু-কাশ্মীর, সব জায়গাই এখন পুরু বরফের নিচে।
আরও পড়ুন :
আজ রাজ্যে অর্ধদিবস ছুটি, রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন