WB News Live Updates: পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন

Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2022 10:39 PM
West Bengal News Live : দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের

প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের। 

WB News Live : ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। বিজেপি পার্টি অফিসের সামনে কর্মীদের একাংশের বিক্ষোভ। ২৯টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ১২, ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা হয়নি।

West Bengal News Live : পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন

পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন। ‘পোলিং এজেন্ট বুথভিত্তিক না করে ওয়ার্ড ভিত্তিক করা হোক’। রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় বিরোধীরা। পোলিং এজেন্ট নিয়ে বিজ্ঞপ্তি জারি কমিশনের। ‘একটি বুথ হলে সেই বুথেরই পোলিং এজেন্ট হতে হবে’। ‘একের বেশি বুথ থাকলে ওই ভোটকেন্দ্রের যে কোনও বুথ থেকে পোলিং এজেন্ট’। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন

WB News Live : ৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান

৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। ভোট পিছোনো নিয়ে কমিশনের প্রতি আদালত কোনও সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। ‘আদালত ৪ থেকে ৬ সপ্তাহ পিছোনোর পরামর্শ দিলেও , কমিশন ৩ সপ্তাহ পিছিয়েছে, তাই এক্ষেত্রে আদালত অবমাননা হয়েছে’। আদালতে দাবি মামলাকারীর।
‘আদালত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল’। ‘সেই কাজ তারা আদালতের নির্দেশ মেনে করেছে’। আদালতে সওয়াল কমিশনের।

West Bengal News Live : প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন ৫প্রার্থীর

প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন। আগেভাগেই মাথাভাঙায় বিজেপির হয়ে ৫প্রার্থীর মনোনয়ন। সন্ত্রাসের আশঙ্কায় আগেভাগে মনোনয়ন বলে দাবি প্রার্থীদের

WB News Live : টিকিট না পেয়ে, কামারহাটিতে বিটি রোড অবরোধ করলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর

টিকিট না পেয়ে, কামারহাটিতে বিটি রোড অবরোধ করলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন তিনি। প্রার্থীদের নামের তালিকা নেতৃত্বকে পাঠানো হয়েছে। তারপর কী হয়েছে, জানি না। প্রতিক্রিয়া কামারহাটির বিদায়ী পুর প্রশাসকের।>

West Bengal News Live : প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, মালবাজারে তুলকালাম

প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, মালবাজারে তুলকালাম। মালবাজারের ৩ প্রার্থীকে নিয়ে তৃণমূলে অসন্তোষ। ২,১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী নিয়ে বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে তৃণমূলের ২ পক্ষের বচসা-হাতাহাতি। মালবাজার পুরসভার সামনে দু’পক্ষের সংঘর্ষ। দল বাড়ছে, তাই কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, সাফাই তৃণমূল নেতৃত্বের

WB News Live : আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই বিজেপির প্রার্থীতালিকা পাঠানো হল জেলায়

জেলায় জেলায় পুরভোটে প্রার্থী তালিকা পাঠানো শুরু বিজেপি। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তালিকা পাঠানো হল জেলায় । প্রার্থী তালিকা পাঠানোর পরেই শ্রীরামপুরে শুরু বিক্ষোভ।প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির নামে মনোনয়ন। মাথাভাঙায় বিজেপির নাম করে মনোনয়ন জমা দিলেন ৫জন 

West Bengal News Live : অভিষেককে ছাড়াই পুরভোটে তৃণমূলের নজরদারি কমিটি

অভিষেককে ছাড়াই পুরভোটে তৃণমূলের নজরদারি কমিটি। হাওড়া, হুগলি-সহ জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করল তৃণমূল। সমন্বয় কমিটিতে পার্থ, ফিরহাদ, সুব্রত বক্সী-সহ একাধিক নেতা । ‘দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস’। কোনও সমন্বয় কমিটিতেই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম

WB News Live : প্রার্থী তালিকা নিয়ে বিতর্কে এবার মদনের নিশানায় পার্থ চট্টোপাধ্যায়

প্রার্থী তালিকা নিয়ে বিতর্কে এবার মদনের নিশানায় পার্থ চট্টোপাধ্যায়। ‘সুব্রত বক্সী পার্টিটা করেন ৩৬৫দিন, পার্থ সবাইকে চেনে বলে মনে হয় না’। দিদি দায়িত্ব দিয়েছেন, কিন্তু পার্থ দলের সবাইকে চেনে বলে মনে হয় না। ‘ওইসব লোকের কথা শুনে লাভ নেই, ছেলের বউ যাতে জেতে দেখতে হবে’। মদন মিত্রের কটাক্ষের মুখে পাল্টা জবাব পার্থ চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live : সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউয়ে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউয়ে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তৃণমূল নেত্রীকে স্বাগত জানালেন অখিলেশ যাদব। ‘অখিলেশ সিংহ যাদব উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই’। ‘অখিলেশ যে লড়াই করছেন, তাতে সবার পাশে থাকা উচিত’। উত্তরপ্রদেশ যাওয়ার আগে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live : বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, ট্রাফিক সার্জেন্টের মৃত্যু। ডিউটি চলাকালীন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্টের মৃত্যু। রাস্তায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে যায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জের? এখনও ধোঁয়াশা

West Bengal News Live : ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী

ব্যারাকপুরের পর মালদার ইংরেজবাজার। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী। তৃণমূলের দুই তালিকায় দুই প্রার্থীর নাম। দেওয়াল লিখন শুরু কাকলি চৌধুরীর।
মনোনয়ন জমা দেওয়ার তোড়জোড় মনীষা সাহার। গোষ্ঠীকোন্দলের ফল, খোঁচা বিজেপির। মুখ খুলতে চাননি তৃণমূলের জেলা সভাপতি

WB News Live : এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগে ‘দুর্নীতি’, অনুসন্ধানে সময় চাইল কমিটি

এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগে ‘দুর্নীতি’, অনুসন্ধানে সময় চাইল কমিটি। অনুসন্ধান শেষ করতে আরও সময় চাইল আদালত নিযুক্ত কমিটি। ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট।

West Bengal News Live : দলীয় দফতরে হামলার প্রতিবাদে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির

দলীয় দফতরে হামলার প্রতিবাদে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির। মিছিল রুখল পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে অবস্থান শুভেন্দুর।

WB News Live : পুরভোটে বৈদ্যবাটিতে বিধায়ককে প্রার্থী করার দাবি, শ্রীরামপুরের নগার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ

পুরভোটে বৈদ্যবাটিতে বিধায়ককে প্রার্থী করার দাবিতে শ্রীরামপুরের নগার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ তৃণমূল কর্মীদের। চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কাজ হয়েছে। ফের তাঁকে প্রার্থী চেয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও তিনদিন আগে তৃণমূল বিধায়ক নিজেই জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। 

West Bengal News Live : সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত : মমতা

সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত। প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী।

WB News Live : অফলাইন পরীক্ষার দাবিতে কারিগরি ভবনের সামনে পলিটেকনিক পড়ুয়াদের বিক্ষোভ

অনলাইন নয়, অফলাইন পরীক্ষার দাবিতে কারিগরি ভবনের সামনে পলিটেকনিক পড়ুয়াদের বিক্ষোভ। ঘটনাস্থলে নিউটাউন, টেকনোসিটি, ইকো পার্ক থানার পুলিশ।

"এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়" : পার্থ

‘প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live : পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ। খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ। খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল হন দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। প্রথমে পুলিশের হস্তক্ষেপে মিনিট পনেরো পরে অবরোধ উঠলেও, পরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে শুরু হয় অবরোধ। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : রবীন্দ্র সদনে সুর-সম্রাজ্ঞী প্রতিকৃতিতে আজ বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপন

সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা। রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে আজ বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ। উপস্থিত দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও শশী পাঁজা। লতা মঙ্গেশকরের প্রয়াণে রাজ্যে আজ অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া, ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।

বেসরকারি স্কুলগুলিতেও অবশেষ ক্লাসে এল কচিকাঁচারা

কারও ক্লাস টু অথবা থ্রি।  অথচ এই প্রথম স্কুলের মুখ দেখা। অচেনা সহপাঠীকে এই প্রথম সামনে থেকে চেনা। পাড়ায় শিক্ষালয় শুরুর দিন শহরের বেসরকারি স্কুলগুলিতে এমনই ছবি। প্রায় ২ বছর পর অবশেষ ক্লাসে এল কচিকাঁচারা।  

WB News Live : পুরভোটে বিধাননগরে সন্ত্রাসের অভিযোগে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির

পুরভোটে বিধাননগরে সন্ত্রাসের অভিযোগে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভিযান

Bengal News Live : দলের নেতার স্ত্রীকে প্রার্থী করেনি তৃণমূল, অভিযোগে বিক্ষোভ

দলের নেতার স্ত্রীকে প্রার্থী করেনি তৃণমূল। সেই কারণে  নেতার বাড়ির সামনেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তমলুক পুরসভার ঘটনা। তৃণমূলের শহর সভাপতি চঞ্চল খাঁড়ার স্ত্রী তৃপ্তি বর্মন খাঁড়ার পরিবর্তে এবার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবশ্রী মাইতি। সেই ক্ষোভে চঞ্চল খাঁড়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ।পরিবার নয় দল আগে, প্রতিক্রিয়া তৃণমূল শহর সভাপতির। টাকা নিয়ে প্রার্থী নির্বাচন, কটাক্ষ বিজেপির। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দাবি তৃণমূল নেতৃত্বের। 

Bengal News Live : পুরভোটের আগে বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেতার 'বাড়ি ভাঙচুর'

পুরভোটের আগে বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয়। 

West Bengal News Live : ২ দিনের সফরে আজ উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২ দিনের সফরে আজ উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভোটে অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ লখনউতে থাকবেন। আগামীকাল  সমাজবাদী পার্টির দফতরে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই যোগী রাজ্যে বিজেপিতে ধস নেমেছে। বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal Bengal Live : শ্রীরামপুরের নগার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ তৃণমূল কর্মীদের

পুরভোটে বৈদ্যবাটিতে বিধায়ককে প্রার্থী করার দাবিতে শ্রীরামপুরের নগার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ তৃণমূল কর্মীদের। চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কাজ হয়েছে। ফের তাঁকে প্রার্থী চেয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও তিনদিন আগে তৃণমূল বিধায়ক নিজেই জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। 

West Bengal News Live Updates : পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

ভোটের আগে বিধাননগরে লাগাতার অশান্তি, বোমাবাজির অভিযোগ । পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন । পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনের অবস্থান কী? বুধবারের মধ্যে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের। বাকি পুরভোটেও নিরাপত্তা নিয়ে কী ব্যবস্থা, জানাতে হবে আদালতকে

WB News Updates : টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতার

গোবরডাঙার পর সোনারপুর। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতার। রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজীব পুরোহিত। দলীয় প্রার্থীর বিজেপি-যোগের অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি উত্তম সরকার। স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে প্রার্থী নির্বাচনেরও অভিযোগ তুলেছেন তিনি। সভাপতি নিজেই দলবিরোধী কাজ করছেন, প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর। শাসকদলের ঘরোয়া কোন্দলে জয়ের ব্যাপারে আশাবাদী এই ওয়ার্ডের বাম প্রার্থী। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সমীর পাঁজা

হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া (Howrah) গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিধায়ক সমীর পাঁজা। 
২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন (Municipality 2022)। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি করেছে বলে দাবি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Tripura BJP Live Update : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ রায় বর্মন ও আশিস সাহা

বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বিজেপিতে বড় ধাক্কা। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। তৈরি হয়েছে দলবদলের জল্পনা। মন্ত্রিত্ব থেকে অপসারণের পর থেকেই বেসুরো ছিলেন সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী। আগেই জানিয়েছিলেন বিজেপির প্রতীকে আর লড়বেন না। 

West Bengal News Live : খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ। খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ। খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। মিনিট পনেরো পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : আসন্ন পুরভোটে হাইকোর্টে স্বস্তিতে বিজেপি

আসন্ন পুরভোটে হাইকোর্টে স্বস্তিতে বিজেপি। ভোটে লড়তে বাধা নেই তমলুক পুরসভার গতবারের তিন বিজেপি প্রার্থীর। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে, গত পুরভোটে যে সমস্ত প্রার্থীরা আয় ব্যয়ের হিসেব দেননি, এবার সেই খতিয়ান না দিলে তাঁরা প্রার্থী হতে পারবেন না।

WB News Live : লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা আজ রবীন্দ্র সদনে

সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা। রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে আজ বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ। উপস্থিত দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও শশী পাঁজা। লতা মঙ্গেশকরের প্রয়াণে রাজ্যে আজ অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া, ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।

WB News Live : হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ

হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি করেছে বলে দাবি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের।

WB News Live Updates : নাম না করে সৌগত রায়কে নিশানা মদন মিত্রর

পুরভোটে প্রার্থী অসন্তোষ। নাম না করে সৌগত রায়কে নিশানা মদন মিত্রর। ক্ষোভে দলীয় বৈঠক ত্যাগ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই দলে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। 

WB News Live Updates : বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা

পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংয়ের আত্মীয়। 

WB News Live : এবার শান্তিনিকেতনে দলছুট হাতির আতঙ্ক

এবার শান্তিনিকেতনে দলছুট হাতির আতঙ্ক। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে অজয় পেরিয়ে আজ সকালে শান্তিনিকেতনের চিপকুটি জঙ্গলে ঢুকে পড়ে একটি হাতি। এলাকায় আতঙ্ক। খবর পেয়ে পৌঁছন বন দফতরের কর্মীরা। হাতিটিকে বর্ধমানের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। 

West Bengal News : আজ থেকে শুরু পাড়ায় শিক্ষালয়

আজ থেকে শুরু পাড়ায় শিক্ষালয়। অবশেষে স্কুলের মুখ দেখল কচিকাঁচারা। কেউ ক্লাস টু, কেউ থ্রি - অথচ প্রথমবার স্কুলে আসা। অচেনা সহপাঠীকে এই প্রথম সামনে থেকে দেখা, হাতে হাত ধরে বন্ধুত্ব তৈরির পালা। 

WB News Update : টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতার

গোবরডাঙার পর সোনারপুর। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতার। রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজীব পুরোহিত। দলীয় প্রার্থীর বিজেপি-যোগের অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি উত্তম দাস।

WB News Live Update : ব্যারাকপুরে একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক

ব্যারাকপুরে একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক। ৩ নম্বর ওয়ার্ডে একদিকে তৃণমূল প্রার্থী আইনজীবী সুতপা দত্তর নামে চলছে দেওয়াল লিখন। 

WB News Live : পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ

পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ। টিকিট না পেয়ে দল ছাড়ার ঘোষণা তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী করেছে গৌতম চক্রবর্তীকে। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল দলত্যাগ করার কথা জানান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর সমর্থনে স্লোগানও দেন তৃণমূল কর্মীদের একাংশ। ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিও তোলেন তাঁরা। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি

West Bengal News Live : আজও ১৩-র ঘরে পারদ

মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের। আজও ১৩-র ঘরে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ক্রমশ তা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। তবে বজায় থাকবে শীতের আমেজ।

WB News Live Update : রাজ্যে আজ অর্ধদিবস ছুটি

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। রাজ্যে আজ অর্ধদিবস ছুটি ।  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে সুরসম্রাজ্ঞীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে লতার গান বাজানো হবে। 

West Bengal News Live : নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা

নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা। দুধের গাড়ি উল্টে আহত চালক। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের গাড়ি। আহত চালক হাসপাতালে ভর্তি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

WB News Live : করোনা সংক্রমণ শীর্ষে উত্তর ২৪ পরগনা

 রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের নীচে নামলেও, মৃত্যুতে উদ্বেগ। টানা ২৩ দিন বাংলায় মৃত্যু ৩০ পার। কলকাতায় মৃত্যু ১৪ জনের। সংক্রমণ শীর্ষে উত্তর ২৪ পরগনা।

প্রেক্ষাপট

কলকাতা :  এক নজরে  রাজ্যের হেডলাইনস 



  • আজ রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে (Rabindra Sadan) সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতার গান। 

  • রাজ্যে দৈনিক সংক্রমণ (Daily Covid Infection) হাজারের নীচে নামলেও, মৃত্যুতে উদ্বেগ। টানা ২৩ দিন বাংলায় মৃত্যু ৩০ পার। কলকাতায় (Kolkata) মৃত্যু ১৪ জনের। সংক্রমণ শীর্ষে উত্তর ২৪ পরগনা। 

  • প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভের মধ্যেই, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শ্যুটআউট। অল্পের জন্য রক্ষা পেলেন এক তৃণমূল প্রার্থী! পুরভোটের মুখে অর্জুন সিংহের খাস তালুকে এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। শাসকের গোষ্ঠী কোন্দলেই হামলা। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

  • পুরভোটে প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যাহত তৃণমূলের অন্দরে। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। পানিহাটিতে ওয়ার্ড বদল হওয়ায় ক্ষুব্ধ এক প্রার্থী। বারাসাতের হৃদয়পুরে আবার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী

  • পছন্দের লোককে দুই ওয়ার্ডে প্রার্থী না করায়, নিজের প্রার্থী পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ঘোষণা করলেন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি। দলে থাকবেন কি না, সেবিষয়েও ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।

  • প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ। তার কয়েক ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার করতে চাইলেন ইসলামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। দলীয় কোন্দলেই নাম প্রত্যাহার, দাবি করেছে বিজেপি। শারীরিক অসুস্থতার জন্য প্রার্থী হতে চান না, পাল্টা দাবি তৃণমূলের।

  • পুরভোটে টিকিট পেয়েও প্রার্থীপদ প্রত্যাখ্যান! তৃণমূলে বেনজির বিক্ষোভের মধ্যে ব্যতিক্রমী ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পুরভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন শাসকদলের দুই প্রার্থী। দলের দাবি, অন্যের প্ররোচনায় অজান্তেই প্রার্থী করা হয়েছিল তাঁদের। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

  • প্রার্থী হতে না পেরে এবার গারুলিয়ায় তৃণমূলে ভাঙন। দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। মন্তব্যে নারাজ শাসকদল

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.