সঞ্চয়ন মিত্র, কলকাতা :  উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা আজ। মহাষষ্ঠী অর্থাৎ ১ অক্টোবরে এই নিম্ন চাপ তৈরি হওয়ার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘণ্টায় ওই নিম্নচাপই আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।  

যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  

নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে। 

পূর্বাভাস:
উত্তরবঙ্গ:
29.09.2022 - 02.10.2022: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে৷
03.10.2022 - 05.10.2022: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷
দক্ষিণবঙ্গ:
29.09.2022 - 01.10.2022 : বিক্ষিপ্ত বজ্রঝড়ের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শেষ
দক্ষিণবঙ্গের জেলাগুলো।
02.10.2022 : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গা।
03.10.2022: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বর্ষণ হতে পারে এবং এক সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার উপর দুটি স্থান।
04.10.2022 - 05.10.2022: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷

 পুজোর কয়েকদিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কেমন দিচ্ছে  www.imdkolkata.gov.in                                                

Day Min Max Icon Text
30-Sep 27.0 34.0   Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Oct 27.0 34.0   Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
02-Oct 26.0 32.0   Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Oct 26.0 30.0   Generally cloudy sky with a few spells of rain or thundershowers
04-Oct 26.0 30.0   Generally cloudy sky with a few spells of rain or thundershowers
05-Oct 26.0 31.0   Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
06-Oct 25.0 30.0   Generally cloudy sky with possibility of rain or Thunderstorm