ঞ্চয়ন মিত্র, কলকাতা :  বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ, দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু।

কলকাতা শহরে বৃষ্টি তেমন হবে না । তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এলাকা ভিত্তিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দিন সর্বনিম্ন তাপমাত্রা  সর্বোচ্চ
তাপমাত্রা 
কেমন থাকবে আগামী কদিন আবহাওয়া 
24-Jun 26.0 34.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি 
25-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 
26-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 
27-Jun 26.0 33.0 মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি 
28-Jun 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ 
29-Jun 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ 

 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।  ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং-এও। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভাসছে  জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। তোর্সাতেও জলস্তর বেড়েছে। ভেসেছিল কোচবিহারের কিছু এলাকা। পাহাড়েও বৃষ্টি শুরু হয়েছে।