সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
কলকাতার তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সামান্য বাড়লেও কলকাতায় ১৮-র নিচেই পারদ। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচেই থাকবে। রাজ্যজুড়ে শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিক এর থেকে দুই ডিগ্রি নিচে। আজ ১৭ পয়েন্ট ৬ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা আরও নামল। এবার ১৭’র ঘরে। ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সোমবারের তাপমাত্রা। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দশমিক ২ ডিগ্রি বেড়ে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,
আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দেখা যেতে পারে শীতের ছোট স্পেল।
সর্বনিম্ন তাপপাত্রা হতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বুধবার নাগাদ এর অবস্থান থাকবে আন্দামান সাগরে। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে, এখন তার ওপরেই নজর রাখছে আবহাওয়া দফতর।
আজ কলকাতার তাপমাত্রা
আর্দ্রতা: 71%
বাতাস: 10 কিমি/ঘন্টা
আজ শহর কলকাতার আবহাওয়া কেমন
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
16 নভেম্বর | 17.6 | 28.0 | মেঘ রোদের খেলা |