কলকাতা: দীপাবলির আগে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। 


দুর্যোগের আশঙ্কা: সদ্য শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটিয়ে আলোর উৎসবের দিন গুনছে বাঙালি। আর তার মধ্যেই মন অন্ধকার করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য় আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, সোমবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। যার ফলে, রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।


গতকাল সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "মধ্য় আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২১ তারিখে (সোমবার) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের পাশ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। এটা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৩ তারিখে (বুধবার)। আগামী ২৪ ঘণ্টাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি জেলাতেও এক-দু'জায়গায় হতে পারে। ২৩ তারিখে (বুধবার) বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর, দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।''

দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই, মালদার মানিকচকে গঙ্গার ভাঙনের কারণে ভিটেমাটি হারানোর আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। আতঙ্কে শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন গ্রামবাসীরা। কেন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গত ১১ অগাস্ট, প্রশাসনিক কর্তা ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মাস দু'য়েক পরেও ভাঙন-সমস্যা নিয়ে সেই তিমিরেই রয়েছেন এলাকার বাসিন্দারা। ভিটেমাটি হারানোর আতঙ্কে এখনও দু'চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: North 24 Parganas Flood: ভাসছে ঘর-বাড়ি থেকে চাষের জমি, উৎসবের আবহে জলবন্দি দশা উত্তর ২৪ পরগনায়