কলকাতা: অবশেষে মেঘ কাটল দক্ষিণবঙ্গে। পূর্বাভাস মতোই শুক্রবার সকাল থেকেই উজ্জ্বল আকাশের মুখ। যদিও রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- আজ শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়।
- শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কার্যত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ দুয়েক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলিতে।
- রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গজুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
- উত্তরবঙ্গের ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
- শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় রয়েছে হলুদ সতর্কতাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই ওপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
- মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতে; দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।