সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা (Temparature)। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah) সহ কাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবি ও সোমবার বৃষ্টি (Rainfall) হতে পারে রাজ্যজুড়ে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।


এমনিতেই মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা।  শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।  


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। রাজ্যে পারদ এখন নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শুক্রবার ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। অন্যদিকে, ফের বরফে ঢাকল পাহাড়। এদিন তুষারপাত হয় জোড়বাংলো, ঘুম ও টাইগার হিলে। সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত। টাইগার হিল (Tiger Hill), জোড়বাংলা, ঘুম (Ghum) এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে।


মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি 


 



একঝলকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস-



  • শুক্রবার থেকে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

  • কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা।  

  • শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

  • রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা।  

  • রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।