সঞ্চয়ন মিত্র, কলকাতা: কয়েকদিনের স্বস্তির বৃষ্টির (rain) শেষে ফের নাজেহাল অবস্থা হতে চলেছে শহরবাসীর? শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। তবে তাপপ্রবাহের (heat wave) কোনও সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় বাড়বে তাপমাত্রা?
তীব্র দহনজ্বালা থেকে খানিক স্বস্তি দিয়েছে বৃষ্টি। তবে দীর্ঘস্থায়ী হবে না সেই স্বস্তি। ফের বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা। শুক্র ও শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
তবে স্বস্তি এটাই যে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। পূর্বাভাসে আলিপুর আবহাও দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: Saltlake Fire: সল্টলেকের পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন মন্ত্রী সুজিত বসুর, পুজো দিয়ে শুরু নতুন বাড়ি তৈরির কাজ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরেও মহারাষ্ট্রের বিদর্ভে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। বিদর্ভের ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। ফলে বৃহস্পতিবার রাজ্যের উপকূলের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।