বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


আরও পড়ুন ; সকালেই নামল আঁধার, রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহর, বড় দুর্যোগের ইঙ্গিত ?


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি- মেঘলা আকাশ, বৃষ্টিমুখর দিন


বাতাস- ১৭ কিমি/ঘণ্টায়


আর্দ্রতা - ৯২ শতাংশ


সূর্যোদয়- ৫টা ২৪ মিনিটে


সূর্যাস্ত- ৫টা ৪৪ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪ কিমি।


বঙ্গের আবহাওয়া-


মাস ফুরোলেই পুজো। জোর কদমে চলছে পুজোর কেনাকাটা। ভাল বিকিকিনির আশায় বুক বাধছেন ব্যবসায়ীরা। বাঙালির সবচেয়ে বড় উৎসবের জোড় তোড়জোড় । এরইমধ্যে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জোর বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে, মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে।


বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে - 



  • উত্তর ২৪ পরগনা

  • বীরভূম

  • মুর্শিদাবাদ

  • নদিয়ায়
    এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।  মঙ্গলবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  পর্যটকদের সমুদ্রে নামাও নিষেধ। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে মধ্যপ্রদেশের ওপর আরও সরে যাবে।