ভৌগলিক অবস্থান (South 24 Parganas Geographical Situation): দক্ষিণ ২৪ পরগনা জেলা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরে আলিপুর অবস্থিত। দক্ষিণ ২৪ পরগনার উত্তর দিকে কলকাতা (Kolkata) এবং উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas) ,পূর্বদিকে বাংলাদেশ,পশ্চিমদিকে হুগলি নদী এবং দক্ষিণদিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা।এই জেলার একদিকে কলকাতা মহানগরীর একাংশ, অপরদিকে সুন্দরবন অঞ্চলের বনাঞ্চল।


দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) বলেছেন, উত্তরবঙ্গের জন্য মূলত সতর্কতা থাকছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং মালদা বাদ দিলে, সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দুই এক জায়গায় ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বৃষ্টি একটু বেশি হবে ২২ অগাস্ট থেকে ২৪ অগাস্ট অবধি।


এই দিনগুলিতে উত্তরবঙ্গের ৫ টি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা এর জন্য একটি স্পেশাল বুলেটিনও ইস্যু করেছি এর জন্য। যেহেতু এই চার থেকে পাঁচ দিন  টানা বৃষ্টি হবে, তার মধ্য়ে তিন দিন প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ফলত উত্তরবঙ্গের নদীতে জলস্তর বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা থাকছে। 


অপরদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল, তা ইতিমধ্য়েই অনেকাংশে মিলে গিয়েছে। কারণ ১৮ তারিখের পর বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস এসেছিল। আর সেই সম্ভাবনা মিলিয়েই আজ ২১ তারিখ অবধি কম পরিমাণ বৃষ্টির দিকেই পরিস্থিতি গিয়েছে বলে দাবি করেন তিনি। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন,আজ এবং আগামীকাল আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ২৩ তারিখ থেকে একটু আবহাওয়ার পরিস্থিতি বদলাবে।  ২৪ অগাস্ট এবং ২৫ অগাস্ট বৃষ্টি একটু বেশি হবে দক্ষিণবঙ্গে। এবং কিছু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ২৬ তারিখেও রয়েছে।


তবে প্রধানত ২৪ এবং ২৫ অগাস্ট,  এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানাবো।  তবে ২৪ তারিখের  আগে দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা থাকবে না বলে জানিয়েছেন তিনি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।


 আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ সেলসিয়াস।


জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।  


আরও পড়ুন, যাদবপুরে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে রাজ্যপালের সমালোচনায় ব্রাত্য বসু





আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?




বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।