কলকাতা: দার্জিলিং ও কালিম্পঙে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। মঙ্গলবার জানানো হয়, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাদুটিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলা তিনটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গা সহ পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাঁচটি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি। তবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অন্যদিকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায়।
শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি (১৮৯.৯ মিলিমিটার) হয়েছে আলিপুরদুয়ারের বারোবিশায়। জলপাইগুড়িতে হয়েছে ১৬৬.৫ মিলিমিটার, চাঁপাসারিতে ১৪৪.৪ মিলিমিটার ও শিলিগুড়িতে ১২৬.৪ মিলিমিটার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।