সঞ্চয়ন মিত্র, কলকাতা : শেষমেশ কাটল পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে কাল থেকেই রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ (Clear Sky)। বর্ষবরণের (New Uears Eve) সময়ই রাজ্যের (West Bengal) একাধিক জেলায় ভালমতোই মালুম হবে ঠান্ডা। কারণ, শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলাতে পারদ পতনের সম্ভাবনা। আর নতুন বছরের (News) শুরু থেকেই রাজ্যজুড়ে পড়বে জাঁকিয়ে শীত (Winter)। এমনই খবর আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে।
গত কয়েকদিন ধরে কলকাতা (Kolkata) সহ রাজ্যজুড়ে ছিল মেঘলা আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুধু শীত যে বাধাপ্রাপ্ত হচ্ছিল তাই নয়, সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে অল্প-বিস্তর বৃষ্টিও। তবে সেই ঝঞ্ঝা কেটেছে। যার জেরে এই মুহূর্তে স্বাভাবিকের থেকে যে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে রয়েছে রাজ্যজুড়ে, সেটা নেমে পৌঁছবে স্বাভাবিকের কাছাকাছি। কোথাও কোথাও তা নামতে পারে স্বাভাবিক তাপমাত্রার থেকে নিচেও। যার জেরে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই নতুন বছরের আমদানি করবে জাঁকিয়ে শীত।
বুধবারের চেয়ে এদিন ১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী চার-পাঁচ দিন বঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আস্তে আস্তে রাজ্যজুড়ে তাপমাত্রা নামবে। ফিরবে শীতের চেনা আমেজ।
এদিকে, বৃহস্পতিবার ফের বরফ পড়ে সান্দাকফুতে। আটকে পড়েন শতাধিক পর্যটক। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। এদিন নতুন করে তুষারপাত না হলেও, জমে থাকা বরফ দেখতে টাইগার হিলে ছুটছেন পর্যটকরা। অন্যদিকে, তুষারপাতে টুমলিং-এ আটকে পড়েছিলেন ১৫৫ জন পর্যটন। এসএসবি-র সহায়তায় তাঁদের উদ্ধার করে পুলিশ ও প্রশাসন। এদিকে উত্তর ভারতে অব্যাহত শৈত্যপ্রবাহ অব্যাহত। আর শীতের মাঝেই ভিজছে রাজধানী।