সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। একদিনে প্রায় ২ ডিগ্রি কমে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বিভিন্ন জেলাতেও নামে পারদ।  আগামী কয়েকদিন এরকমই শীতের আমেজ বজায় থাকবে, জানাল আবহাওয়া দফতর। সবমিলিয়ে বলাই যায়, অবশেষে শীতের আগমনী। 

মরসুমের শীতলতম দিন

শুক্রবার কলকাতার পারদ নামে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মরসুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশচ্ছন্ন ছিল আকাশ।

তাপমাত্রা নামে রাজ্য-জুড়ে

বেলার দিকে ছিল চড়া রোদ। দার্জিলিং, বীরভূমে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতর সূত্রে, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮  ডিগ্রি সেলসিয়াস। এদিন বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে প্রায় ১২ ডিগ্রি । জলপাইগুড়িতে ১৩.৩ ডিগ্রিতে নেমেছ পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির হতে পারে। আগামী কয়েকদিন এরকমই শীতের আমেজ থাকবে।                                 

আরও পড়ুন- শহরে অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, বেছে নিলেন বিশ্বকাপ ফাইনালে তাঁর ফেভারিট

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। • জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।