ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আরও নামল পারদ। শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে। একদিকে কলকাতায় ১৭, অন্যদিকে, পুরুলিয়ায় ১২-র ঘরে রয়েছে তাপমাত্রা। 


যদিও, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না এ রাজ্যে। তবে সপ্তাহান্তে এর পরোক্ষ প্রভাবে বৃৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায়। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তরে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার সতর্কতা রয়েছে।                   


মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:  মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।


সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে।জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।                                                    


এই মনোরম আবহাওয়ার মধ্যেও দূষণের মাত্রা উদ্বেগজনক। সবুজায়ন যেখানে বেশি, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবরের মতো জায়গায় দূষণের মাত্রা অন্য জায়গার তুলনায় বেশি। আজ সকাল ৬টায় ভিক্টোরিয়ায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২২০, ফোর্ট উইলিয়াম ২৫৭, রবীন্দ্র সরোবরে ১৬১ AQI. গতকাল ছুটির দিন ভিক্টোরিয়ায় বেলা ১২টায় দূষণের মাত্রা ছিল ২৩২, ফোর্ট উইলিয়াম ২৬০, রবীন্দ্র সরোবর ১৮৬ AQI. এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Election Result 2024: I.N.D.I.A জোটে বাড়ছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব? নির্বাচনের ফলে উঠছে প্রশ্ন