Smartwatch Under Rs 1500: বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ কিনতে পারবেন ১৫০০ টাকার মধ্যে। ভারতে লঞ্চ হয়েছে Boat Storm Call 3 Plus- এই স্মার্টওয়াচ। দাম ১৪৯৯ টাকা। মোট ৭টি রঙে লঞ্চ হয়েছে বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ। স্লিক ডিজাইন এবং হাল্কা ওজনের জন্য এই স্মার্টওয়াচ গ্রাহকদের পছন্দ হবে বলে আশাবাদী নির্মাতারা। মেটালিক ম্যাগনেটিক স্ট্র্যাপ রয়েছে এই স্মার্টওয়াচে, যা সহজেই হাতে পরার সময় প্রয়োজন অনুসারে সেটআপ করে নিতে পারবেন ইউজাররা। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না Boat Storm Call 3 Plus- এই স্মার্টওয়াচ। ১.৯৬ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যা কম আলোতেও যথেষ্ট উজ্জ্বল থাকবে। ফলে দেখার ক্ষেত্রে সুবিধা হবে ইউজারদের। অতিরিক্ত সূর্যালোক থাকলেও এই স্মার্টওয়াচের ডিসপ্লে দেখতে কোনও অসুবিধা হবে না ইউজারদের। কারণ এই স্মার্টওয়াচের ডিসপ্লে এতটাই উজ্জ্বল। আপনি যখন হাতে Boat Storm Call 3 Plus স্মার্টওয়াচ পরে থাকবেন তখন আপনার হাত সামান্য এদিক ওদিক নড়াচড়া করলেই সহজে অন হয়ে যাবে স্মার্টওয়াচের স্ক্রিন। 


বোটের নতুন স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 



  • ১.৯৬ ইঞ্চির এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে Boat Storm Call 3 Plus স্মার্টওয়াচে। ইউজাররা সুবিধা পাবেন কাস্টোমাইজড ওয়াচ ফেসের। 

  • এই স্মার্টওয়াচে সহজে নেভিগেশন বোঝার জন্য ইউজাররা পাবেন MapMyIndia- র সাপোর্ট। ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি ফিচারের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনে কথা বলতে পারবেন আপনি। 

  • এমনিতে একবার পুরো চার্জ দিলে ৭ দিন চালু থাকবে স্মার্টওয়াচ। আর ব্লুটুথ কলিং পরিষেবা চালু থাকলে একবার পুরো চার্জ দিলে স্মার্টওয়াচ চলবে টানা ২ দিন। 

  • হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2), স্লিপিং মনিটর অ্যান্ড ট্র্যাকিং, ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, সেডেন্টারি রিমাইন্ডার- এইসব হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। ৭০০- রও বেশি স্পোর্টস মোড ফিচারের সাপোর্টও রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। 

  • স্মার্টওয়াচের সঙ্গে ফোন সংযুক্ত থাকলে, ফোনকল এলে যেমন স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা যাবে, তেমনই স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনের ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল করাও সম্ভব হবে। 

  • অ্যালার্ম, স্টপওয়াচ, ফাইন্ড মাই ফোন, ডু নট ডিসটার্ব বা ডিএনডি, ওয়েদার, লাইভ স্পোর্টস আপডেট, এমার্জেন্সি এসওএস ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।