সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের কলকাতায় কুড়ির ঘরে নামল পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের (Winter Update) আমেজ বাড়বে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা: দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে পারদ। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
কোথায় কেমন আবহাওয়া?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
22-Nov | 21.0 | 29.0 | Partly cloudy sky | |
23-Nov | 20.0 | 29.0 | Mainly Clear sky | |
24-Nov | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
25-Nov | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
26-Nov | 21.0 | 31.0 | Partly cloudy sky | |
27-Nov | 22.0 | 30.0 | Partly cloudy sky |
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
কলকাতায় কমবে তাপমাত্রা: লক্ষ্মীপুজোর পর থেকেই বাতাসে হিমেল ভাব টের পেতে শুরু করেছিল মহানগর। মাঝে ঘূর্ণিঝড় 'মিধিলি'-র ধাক্কায় কয়েকদিন তাল কাটলেও ফের মেজাজে হিমেল পরশ। এবার অপেক্ষা শীতের। কবে আসবে সে? কী বলছে হাওয়া বাতাস? গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়নি। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণ। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
আরও পড়ুন: Kolkata Weather:পরিষ্কার আকাশে হিমেল ভাব কি আরও জাঁকিয়ে মহানগরে? কেমন থাকবে আজ আবহাওয়া?