সঞ্চয়ন মিত্র, কলকাতা:  আজ মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৩ দশমিক ৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নেমেছে। উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের (Winter) আমেজ বজায় থাকবে। কাল থেকে পারদ আরও নামার সম্ভাবনা।


ফের নামল পারদ (temperature)।  হাওয়ায় হিমেল পরশ। ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। শীত, শহরের ক্ষণিকের অতিথি ৷ তাক থেকে নামানো হয়ে গেছে লেপ কম্বল।  খেজুর রস, পাটালি, মোয়ার হাতছানি উপেক্ষা করা কঠিন।  হাত পেতে নিয়ে চেটেপুটে তাই, কয়েকটা দিন শীত মেখে নেওয়া। আর শীত মানেই বছর শেষের ছুটিতে বেড়িয়ে পড়া। করানাকালেও ভিড় বাড়ছে চিড়িয়াখানা, ইকো পার্কে। বর্ষবরণের জন্য প্রস্তুত রাজবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট শুরু শীত।   আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে।  উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এরকমই শীতের আমেজ থাকবে।  শীতের স্থিতাবস্থা বজায় থাকবে রাজ্যে।                         


উত্তুরে হিমেল হাওয়ায় রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। শিরশিরানি হাওয়ায় দক্ষিণবঙ্গে (South Bengal) রীতিমতো জাঁকিয়ে শীত (Winter)। পৌষের শুরুতে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরের দুয়ারে জমাটি ঠান্ডা। তাপমাত্রাও (Weather) কমল হুড়মুড়িয়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত দুদিনের তুলনায় কমেছে আজ শনিবারের তাপমাত্রা। 


আরও পড়ুন: Petrol Diesel Price Today: কোনও বদল হল? শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?