Amazon Offer On Realme X2 Pro: ভাল ক্যামেরা ফোন কিনতে চাইলে অ্যামাজনের সেলে দেখতে পারেন Realme X2 Pro। দুর্দান্ত 64MP ক্যামেরা-সহ ফোনে 50% পর্যন্ত সম্পূর্ণ ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনের ক্যামেরায় রয়েছে সব ছবির মোড। ফোনের এমআরপিতে ফ্ল্যাট 20 হাজার ছাড় ও আলাদা ব্যাঙ্ক অফার রয়েছে। এ ছাড়াও পাবেন এক্সচেঞ্জ বোনাস। জেনে নিন এই ফোনের দাম ও ফিচার।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল 


Realme X2 Pro (Lunar White, 12GB RAM, 256GB Storage)
এই ফোনের দাম 49,990 টাকা। যদিও অ্যামাজনের ডিলে সম্পূর্ণ 40% ডিসকাউন্ট পাবেন আপনি। অফারে এই ফোনটি 29,990 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটি অনেক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলেও অফার পাবেন। যেমন Axis Miles ও আরও ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকা বা 10% পর্যন্ত ছাড় রয়েছে৷ ওয়ানকার্ড ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 10% বা 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন৷ HSBC ক্রেডিট কার্ড থেকে EMI-এ 7.5% বা 2000 টাকা ইনস্ট্যান্ট ছাড় রয়েছে৷ এই অফারের পরে ফোনে আরও 14,900 টাকার 
এক্সচেঞ্জ অফার রয়েছে।


এই ফোন কিনতে ক্লিক করুন এখানে


Realme X2 Pro এর স্পেসিফিকেশন
ভালো ছবি ছাড়াও এই ফোনের ক্যামেরা দিয়ে দারুণ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনে একটি 64MP প্রাইমারি ক্যামেরা ছাড়়াও তিনটি ক্যামেরা রয়েছে।ফোনের প্রধান ক্যামেরা 64MP। এ ছাড়াও রয়েছে 13MP টেলি ক্যামেরা, 8MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2MP পোর্ট্রেট ক্যামেরা। এই ফোনে 16MP সেলফি ক্যামেরা রয়েছে।এছাড়াও ফোনে ক্যামেরার সমস্ত উন্নত বৈশিষ্ট্য যেমন সুপার নাইট স্ক্যাপ, প্যানোরামা, এক্সপার্ট মোড, পোর্ট্রেট মোড, টাইম-ল্যাপস ফটোগ্রাফি, এইচডিআর, আল্ট্রা ওয়াইড, আল্ট্রা ম্যাক্রো, এআই সিন রিকগনিশন, এআই বিউটি, ফিল্টার, ক্রোমা বুস্ট, টাইমার, দেওয়া হয়েছে।


এই ফোন কিনতে ক্লিক করুন এখানে


ফোনে পাবেন একটি 6.5-ইঞ্চি সুপার AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে।ফোনে রয়েছে 12GB RAM ও 256GB সর্বোচ্চ স্টোরেজ। এ ছাড়াও ফোনে 6 GB-র বিকল্পও রয়েছে।ফোনটিতে রয়েছে 4G ডুয়াল সিম অপশন।Qualcomm Snapdragon 855 Plus অক্টাকোর প্রসেসর।ফোনে দেওয়া হয়েছে 4000mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি।