কলকাতা: এখনই শেষ হচ্ছে না দুর্যোগ। ২ দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কালও কলকাতায় দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে,  নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।  

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুলে রয়েছে এবং ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।

কাল থেকেই দুর্যোগ? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার ভারী বৃষ্টি হবে, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এবং বৃহস্পতিবারে ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।