সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। রবিবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বৃহস্পতিবার, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
শনিবার এই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে এই নিম্নচাপ।
নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় মঙ্গলবার দফায় দফায় বৃষ্টি হয় কলকাতায়। যার জেরে জল জমে যায় উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায়। মহানগরের পাশাপাশি বৃষ্টি হয় বেশ কয়েকটি জেলাতেও।
দক্ষিণবঙ্গের ওপর থাকা নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপটি বুধবার সরে যায় ছত্তীসগঢ়ে। এটি আরও সরে এগোচ্ছে মধ্যপ্রদেশ ও গুজরাতের দিকে।
ফলে, গতকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হয়েছে। কিন্তু, এখন আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢোকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় শহরের তাপমাত্রা বাড়বে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি বাড়বে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে, তাপমাত্রা বাড়বে। সঙ্গে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।