নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ (Corona)। দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮।  দেশে একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। 


আরও পড়ুন: Facebook Cyber Fraud: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, সাইবার প্রতারণার শিকার অধ্যাপক


এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা। সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI।  গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা। 


ক্লিনিমেড আধিকারিক স্নেহেন্দু কোনার জানান, এর আগে ভারতে প্রথম সিঙ্গল ডোজের ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে DCGI. এবার আরও এক ভ্যাকসিনের সিঙ্গল ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, স্পুটনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক চার শতাংশ। কিন্তু বর্তমানে যেভাবে করোনার তার চরিত্র বদলাচ্ছে, তাতে এই ভ্যাকসিন কতটা কার্যকরী?


জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। এখন স্পুটনিক লাইটের ট্রায়ালে কতটা সাফল্য মেলে সেটাই দেখার।


আরও পড়ুন: Tarapith: ৬ দিন পর আজ থেকে ফের পুণ্যার্থীদের জন্য খুলল তারাপীঠ