ঝিলম করঞ্জাই, কলকাতা: এপ্রিলের শেষ তো বটেই, মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা। আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৈশাখ মাসের শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করছে গরম। সকাল থেকেই জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। বেলা বাড়তেই গরমের দাপটে কার্যত জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। লু বইছে শহরে। চাতকপাখির মতো বৃষ্টির অপেক্ষায় দিন কাটাচ্ছে বঙ্গবাসী।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এই গরম থেকে এখনই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এপ্রিলের শেষ তো বটেই, মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত বলেন, 'কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের ওপরে পারদ এখনো রেকর্ড নয়। ২০২৪ সালে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০ এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। ২০১৪ সালে এপ্রিলে একটানা ৫ দিন ছিল এই তাপমাত্রা। কালবৈশাখীর পরিস্থিতি থাকলেও বাতাসে জলীয় বাস্পের অভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না।'
আরও পড়ুন, সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, 'এই শাহজাহানকেই আড়াল করেছিলেন', মমতাকে নিশানা বিজেপির
দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই বর্ধমান,বীরভূম বাঁকুড়ায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে জারি হয়েছে চরম তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে দহন জ্বালা বাড়লেও সুখবর উত্তবঙ্গবাসীর জন্য।
রবিবার দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পয়লা মে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। লাগাতার চরম তাপপ্রবাহ চলছে বাঁকুড়া। অহস্য গরমে ছটফট করছেন বাসিন্দারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে