হিন্দোল দে, কলকাতা : ডিসেম্বরের প্রথম উইকএন্ডে অবশেষে শীত পড়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, কাল, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। বেশি কয়েকধাপ নামবে পারদ। সপ্তাহান্তে শীতের কাঁপুনি টের পাবে 'সিটি অফ জয়'। 

Continues below advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সপ্তাহান্তে কলকাতা-সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাবে। নভেম্বরে তাপমাত্রা ১৮র নিচে নামলেও ১৫-র ধারেপাশেও পৌঁছয়নি। দক্ষিণবঙ্গ ছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সব পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ঠান্ডা বাতাসের প্রভাব আগের তুলনায় এই জেলাগুলিতে আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। 

পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আবহবিদরা বলছেন,  বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে, বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ব্যাকফুটে চলে গেছে শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও মঙ্গলবার ভোরে আকাশ কিছুটা মেঘলাই, আবহাওয়াও স্যাঁতস্যাঁতে। তবে আলিস্যি কাটিয়ে বেলা বাড়লে সূর্য ঝলমলে রোদ দেয় কিনা সেটাই দেখার।  মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  আবহাওয়া দফতর জানাচ্ছে , সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিনের বেলায় হালকা উষ্ণতা বৃদ্ধি পেতে পারে, তবে রাত এবং সকালে ঠান্ডা থাকবে।  

Continues below advertisement