মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শীতের রাতে পথ সারমেয়  শাবকদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ! মৃত ১, আশঙ্কাজনক মা-সহ চার সারমেয় শাবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুর থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। উদ্ধারকারী পশুপ্রেমী সংগঠনের কাছে অভিযোগ পেয়ে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।




 'ডাস্টবিনে জ্বলছে ৫ সারমেয় শাবক..' !


শুক্রবার গভীর রাতে তিলকের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন পাঁচ সারমেয় শাবক তখন জ্বলছে। সেখান থেকে কোনক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেয় শাবকের মৃত্যু হয়। পাঁচ শাবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ওটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশের কাছেও জানানো হয় অভিযোগ।




'গন্ধ যাতে না ছড়ায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল'


স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন,'রাতে ডাস্টবিনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা সেখানে যায়। দেখি ছয়টি পথ সারমেয় শাবক জ্বলছে। সেখানে বই, খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়ায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। এই নির্মম ঘটনা দেখে আমরা হতবাক। আমরা ছয়টি সারমেয় শাবেককেই উদ্ধার করি। একটি সারমেয়ও মৃত্যু হয়েছে। পাঁচটি শবকের অবস্থা আশঙ্কাজনক। সেগুলিকে এলাকাতেই চিকিৎসা করা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছি।'


আরও পড়ুন, সোশ্যালে বন্ধুত্ব, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি বাগুইআটির বিউটিশিয়ানের উপর চরম সিদ্ধান্ত ?


দোষীদের শাস্তির দাবি


পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন,'সদ্যোজাত পথ সারমেয়দের ওপর এই নির্মম ঘটনা, একেবারে মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তির দাবি করছি।'


একুশ সালেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল হাওড়ার লিলুয়ায়। রাস্তার কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলে আসার অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার সরব হয়েছিলেন প্রতিবেশীরা। অভিযুক্ত মহিলার সাফাই, পথ কুকুরের অত্যাচারে অতিষ্ট হয়ে এই কাজ করেছিলেন তিনি। পরে স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল কুকুরছানাগুলিকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।