বেঙ্গালুরু: ফাফ ডুপ্লেসিকে (Faf du Plessis) রিটেন না করার পর বা নিলাম থেকেও না কেনার পরই ঠিক হয়ে গিয়েছিল যে, আগামী আইপিএলে (IPL) নতুন কাউকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে। শোনা যাচ্ছে, ফের আরসিবি-র নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)।          


এরই মাঝে রজত পাতিদার জানিয়ে দিলেন যে, সুযোগ পেলে আইপিএলে আরসিবি-র অধিনায়কত্ব করতে তিনি মুখিয়ে। আইপিএল নিলামের আগেই RCB রজতকে রিটেন করেছিল। তাঁর দক্ষতায় যে ফ্র্যাঞ্চাইজির আস্থা রয়েছে, তা থেকেই পরিষ্কার। নেতৃত্বের প্রস্তাব পেলে কি গ্রহণ করবেন? পাতিদার বলেছেন, "হ্যাঁ, অবশ্যই। আরসিবি একটি বড় ফ্র্যাঞ্চাইজি, এবং আমি আরসিবির হয়ে খেলতে পছন্দ করি। ওরা আমাকে ধরে রেখেছে, সেটাও বড় প্রাপ্তি।"              


প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেওয়ার পর ৩১ বছর বয়সী পাতিদারের নাম আইপিএল-এ আরসিবি-র সম্ভাব্য অধিনায়ক হিসাবে ঘোরাফেরা করছে। পাতিদার যে চ্যালেঞ্জ নিতে তৈরি, জানিয়েছেন। "অবশ্যই, আমি যদি আরসিবিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, তাহলে আমি খুশি হব। তবে এই সিদ্ধান্ত সবটাই ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করে রয়েছে," বলেছেন পাতিদার।


তবে আইপিএল-এর আগে যে কাজে পাতিদার মনোনিবেশ করেছেন, সেটি হল মধ্য প্রদেশকে প্রথমবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) চ্যাম্পিয়ন করা৷ মধ্য প্রদেশ রবিবার ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে।               


আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক


মধ্য প্রদেশেরও অধিনায়ক পাতিদার। তাঁর কথায়, "আমি নেতৃত্ব দিতে দিতে অনেক কিছু শিখেছি। বিভিন্ন কৌশল শিখেছি, উপভোগ করেছি। আমি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে এবং তারা কী করতে পারে তা অনুমান করতে ভালবাসি।" অধিনায়ক হিসেবে নিজের উন্নতির কৃতিত্ব কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে দিচ্ছেন পাতিদার। সেই পণ্ডিত, গত মরশুমে যাঁর প্রশিক্ষণে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।                


আরও পড়ুন: স্কুলে গিয়েছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দেন বাবা! যেন রূপকথার কাহিনি







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।