পশ্চিম বর্ধমান: দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কা। বাইক আরোহী গৃহবধূর মৃত্যু, গুরুতর জখম স্বামী ও শিশুসন্তান
দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের লিঙ্ক রোড। রাস্তার ধারে পুলিশের অস্থায়ী বসার জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালানোর সময় ট্রাক্টর চালক বাইকে ধাক্কা মারেন।
সম্প্রতি তিন জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় । শুক্রবার রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের।
আরও পড়ুন, অভিষেকের হয়ে ব্যাটিং, তৃণমূলেই তোলপাড় ! কী বললেন বহিষ্কৃত TMC নেতা মণিশঙ্কর ?
গতমাসেই বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর ২৮-এর যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দার। তাঁর সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।