মুম্বই: বোর্ডের (BCCI) প্রাক্তন সচিব জয় শাহ (Jay Shah) আইসিসি (ICC) চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব হবেন কে? নির্বাচনের দামামা ফের বেদে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডে। ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (BCCI SGM) ডেকেছে বোর্ড। মুম্বইয়ের সেই বৈঠকে বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ বেছে নেওয়া হতে পারে।
শনিবার দুপুরে সমস্ত রাজ্য সংস্থাকে এ নিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ১২ জানুয়ারি এসজিএমের কথা জানানো হয়েছে। রবিবার, ১২ জানুয়ারি বেলা বারোটার সময় হবে ওই এসজিএম। রাজ্য সংস্থাকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এসজিএমে। বোর্ডের যুগ্মসচিব দেবজিৎ সাইকিয়া পাঠিয়েছেন এই চিঠি।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান হিসাবে ১ ডিসেম্বর কার্যভার গ্রহণ করেছেন জয় শাহ। আইসিসি-র নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদে যিনি থাকবেন তিনি কোনও দেশের ক্রিকেট বোর্ডের পদাধিকারী হতে পারবেন না। পাশাপাশি মহারাষ্ট্রের নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্য হওয়ায় লোঢা কমিটির সুপারিশ মেনে তৈরি হওয়া বোর্ডের নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোষাধ্যক্ষের পদ ছেড়েছেন আশিস শেলার। সেই দুটি পদেই নির্বাচন হবে।
জয় শাহ আইসিসি-র দায়িত্ব নেওয়ার পর থেকে বোর্ডের কার্যনির্বাহী সচিব হিসাবে কাজ পরিচালনা করছেন বোর্ডের যুগ্মসচিব দেবজিৎ সাইকিয়া। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাঁকে দায়িত্ব দেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। তবে কোষাধ্যক্ষ পদে অন্তর্বর্তীকালীন হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
আরও পড়ুন: তুমি পাশে আছো বলেই... কঠিন সময়ে স্ত্রীর জন্মদিনে মন জিতে নিল রোহিতের পোস্ট
শোনা যাচ্ছে, ৩ ও ৪ জানুয়ারি দুই পদের জন্য মনোনয়ন জমা করা যাবে। ৬ জানুয়ারি হবে মনোনয়ন পত্র খতিয়ে দেখা। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা করা যাবে ৭ জানুয়ারি। সেদিনই বিকেল ৫টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ জানুয়ারি হবে নির্বাচন। সেদিনই ফল ঘোষণা। ২৭ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক রাজ্য সংস্থাকে জানাতে হবে, বিশেষ সাধারণ সভায় কে তাদের প্রতিনিধিত্ব করবেন।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।