ঝিলম করঞ্জাই, কলকাতা: গতবছর এই সময়টায় জনজীবন গ্রাস করেছিল করোনার ( Coronavirus ) আতঙ্ক! এক বছর কেটেছে! কিন্তু আতঙ্কের অন্ধকার কাটেনি! এখন উদ্বেগের কারণ ডেঙ্গি ( Dengue ) ! রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা রীতিমতো দুশ্চিন্তার। এখনও অবধি ৫০ হাজারের কাছাকাছি মোট আক্রান্ত! ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। হাসপাতালগুলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের ভিড়। 


রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া , জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের ডেঙ্গি পরিস্থিতির দিকে বাড়তি নজর দিয়েছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে যে পরিসংখ্যান উঠে আসছে, সেই অনুযায়ী প্রতিদিন প্রায় হাজার জন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। 


ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। রাজ্যের পুরসভা ভিত্তিক এলাকার মূল্যায়নে দেখা যাচ্ছে, গত দেড় মাস ধরে, প্রত্যেক সপ্তাহে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে থাকছে কলকাতা পুরসভা এলাকা।

পুরসভার ১, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমণের বৃদ্ধির হার বেশি। তাই ওই ৬টি বরোর দিকে বাড়তি নজর রাখছে প্রশাসন। জেলাগুলির নিরিখে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। চলতি সপ্তাহে মুর্শিদাবাদেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। সেখানে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ মনিটরিং টিম পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ সর্বাধিক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বিশদে আলোচনা হয়েছে।


ঠিক হয়েছে, গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে হবে। করোনার সময় চিকিৎসকদের পরামর্শ ছিল, দ্রুত টেস্ট করান। এবার ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রেও দ্রুত সেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


 কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।



  • সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন।

  • দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন।

  • তৃতীয় স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত ৬৮১ জন।


পুর এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। এর মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১ হাজার ১২৮। এরপরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬।


কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০জন।