কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের (Asansol Accident) কাছে চলন্ত ট্রাকে আগুন (Running Truck Catches Fire)। তার জেরে চাঞ্চল্য এলাকায়। জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ট্রাকের চালককে। হাসপাতালে চিকিসা চলছে তাঁর। চলন্ত ট্রাকে কী ভাবে আগুন ধরল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী (Fire Brigade)।
শনিবার বিকেল ৪টে নাগাদ চিত্তরঞ্জন থেকে আসানসোল অভিমুখী প্রধান রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলগামী প্রধান রাস্তার উপর আল্লাডি মোড় সংলগ্ন ফেমাস নার্সারির কাছে চলন্ত ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকটি দেন্দুয়া মোড়ের দিক থেকে রূপনারায়ণপুরে দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে স্থানীয়দের মাধ্যমে।
আরও পড়ুন: ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ হাজার টাকা, মাস পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা
চলন্ত ট্রাকটিকে দাউদাউ করে জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দারা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তার পর খবর দেওয়া হয় দমকলবিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। আগুন নেভাতে আনা হয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ট্রাকটির সিংহভাগ অংশই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
দমকলবাহিনীর সঙ্গে এ দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল রূপনারায়ণপুর থানার পুলিশও (Police)। ট্রাকের মধ্যে থেকে সকলে মিলে চালককে উদ্ধার করে আনা হয়। জখম অবস্থায় পিঠাকেয়ারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তাঁকে। তবে চলন্ত ট্রাকে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল এবং সালানপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ঠিক কোন জায়গায় ট্রাকে আগুন লাগে, তা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি । এতটা রাস্তা জ্বলন্ত ট্রাকটির উপর কারও নজরই বা পড়ল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে, যার সদুত্তর মেলেনি।