উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ফের উত্তাল হল বিধানসভা। ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল। এবার একেবারে গোটা সেশনের জন্য। শুধু তাই নয়,  মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হল মনোজ ওঁরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষকে । কার্যত টেনেহিঁচড়ে তাঁদের বের করে দেওয়া হল তাঁদের। সোমবার সকাল থেকেই সরগরম ছিল বিধানসভা। ওয়াক আউট না করে, বিধানসভার ভিতরেই এদিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।  বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায়  তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ । অধ্যক্ষ বলেন, বিধায়করা বক্তব্য রাখবেন, অথচ জবাবি ভাষণ শুনবেন না এটা হতে পারে না।  এরপর সোমবার বিধানসভার শুরুতেই বৃহস্পতিবারের প্রসঙ্গ তুলে পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। জানতে চান,  বিধানসভার রুলবুকে, কোথায় বলা আছে, কোনও একজন বিধায়কের গোটা বক্তব্য এক্সপাঞ্জ অর্থাৎ ধারাবিবরণী থেকে বাদ দেওয়া যায়। তিনি পয়েন্ট ধরে ধরে বলেন, অধ্যক্ষ কোনও অসংসদীয় শব্দ বাদ দিতে পারেন। কিন্তু রুলবুকে কোথাও বলা নেই যে, বিধায়কের গোটা বক্তব্য অধ্যক্ষ এভাবে বাদ দিতে পারেন। অশোক লাহিড়ি বলেন, কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। এর জবাব দিতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়করা বলবেন, অথচ মন্ত্রীদের জবাব শুনবেন না, এক্ষেত্রে অধ্যক্ষের  একশ ভাগ অধিকার আছে পুরো বক্তব্য বাদ দেওয়ার।  এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সরকারি বিধায়করাও পাল্টা স্লোগান দেন। এমন পরিস্থিতিতে তখন বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো কাজ করার জন্য বিজেপির চার বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বেরনোর সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা।  নিরাপত্তারক্ষীরাও অভিযোগ করেন, বিজেপি বিধায়করা তাঁদের আঘাত করেছেন। এরপর ফের বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার ।   

প্রসঙ্গত, গত শুক্রবার বিধানসভায় স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনার শুরু হয়েছিল বিধানসভায়। আলোচনায় অংশ নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলতে উঠতেই শাসক দলের বিধায়করা তাঁকে বলতে বাধা দিতে থাকেন।  কার্যত চিৎকার করে , নানারকম আওয়াজ করে শঙ্কর ঘোষকে বাধা দেন শাসক দলের মন্ত্রীরাও। সেদিনও বিধানসভা থেকে শেষমেষ বেরিয়ে যান বিজেপি বিধায়করা । বাইরে গিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 

অন্যদিকে এদিনই বিধানসভায় ঘটে এক কাণ্ড! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে ঢোকার মুখে পাঁচ রকম রঙের ৫টি মহিলাদের হাওয়াই চটি পড়ে থাকতে দেখা যায়।  সূত্রের খবর, ৫টিই নতুন হাওয়াই চটি। কে বা কারা বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটি  রেখে গেল, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিধানসভায়। চিফ হুইপকে বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব।